Vedic Planetarium Temple, in Mayapur, India.

পৃথিবীর সব চেয়ে উচু মন্দির- ইসকন মায়াপুর। (প্রভু/মাতাজি, ভগবানের সেবা/কৃপা লাভ করার এক সুযোগ সৃষ্টি হয়েছে মন্দির তৈরিতে দান করার মাধ্যমে। আসুন সবাই মিলে মন্দিরে দান করে ভগবানের আশিরবাদ গ্রহণ করি।)

৩৫ তলা বাড়ির সমান উচু মায়াপুর ইসকন মন্দির হল পৃথিবীর সব চেয়ে উচু হিন্দু মন্দির। আসুন দেখে নেই এই মন্দির- জেনে নেই কি কি আছে এতে।

স্থাপত্যের নিদর্শন হিসেবে ভারতের স্থাপত্যরীতি বরাবর ধর্মীয় ভাবধারায় তার অবস্থান জানান দিয়েছে। আর পৃথিবীর সব চাইতে উচু এই মন্দির জানান দিয়েছে যে সে মিসরের পিড়ামিডের চাইতে ও অনেক অনেক উচু।

আমেরিকার এ এফ বই ফাউন্ডেশনের আলফ্রেড বুশ ফল্ড এই মন্দির করতে ৬০০ কোটি টাকা ব্যয় হব

ে বলে জানিয়েছেন।

আলফ্রেড আরও জানান যে এই মন্দির ২০২০ সালে কাজ শেষ হবার পর পৃথিবীর সবচাইতে বিশাল মন্দির হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এটা দেখার জন্য দুরদুরান্ত থেকে মানুষ ছুটে আসবে এখানে।

এই মন্দির প্রায় ২২ একর ভুমির উপর অবস্থিত হবে। যখন এটা স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয় তখন মায়াপুর প্রজেক্ট সোসাইটি নামে একটি চ্যারিট্যাবল বডি গঠন করা হয় যারা এই প্রজেক্টের জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করে। এ বি এফ এর ডিরেক্টর আরও বলেন এই ২০ একর গ্রামের মাঝে থাকবে সকল হাঊজিং সুবিধা সমুহ যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।

Read more…
E-mail me when people leave their comments –

You need to be a member of ISKCON Desire Tree | IDT to add comments!

Join ISKCON Desire Tree | IDT